ঢাকা | মে ১৭, ২০২৫ - ৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

প্রগতির ঢাকা অফিস পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ তাজুল ইসলাম

  • আপডেট: Friday, May 16, 2025 - 12:41 pm

অনলাইন ডেস্ক: রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান প্রগতির ঢাকা অফিস পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র অধীনস্থ প্রগতি ইন্ডাস্ট্রিজ লিঃ (পিআইএল)’র ঢাকা অফিস ও শোরুম পরিদর্শন গতকাল করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় বিএসইসি’র পরিচালক ও যুগ্মসচিব বিশ্বাস রাসেল হোসেন এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ তাকে প্রগতির ব্যবসায়িক কার্যক্রম, ভবিষ্যত পরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

দেশের যোগাযোগখাতে ও উন্নয়নে প্রগতি অবদান রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য প্রগতি হতে দুই ইউনিট সেডান কার ক্রয় করা হয়। বিশ্বখ্যাত সাউথ কোরিয়ার কিয়া সেরাটো সেডান কার প্রগতির কারখানায় সংযোজন পূর্বক বাজারজাত করা হচ্ছে। বিএসইসি’র পরিচালক বাণিজ্যিক ও যুগ্মসচিব বিশ্বাস রাসেল হোসেন এবং প্রগতির ব্যবস্থাপনা পরিচালক চিফ প্রসিকউটরের হাতে গাড়ির চাবি তুলে দেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও প্রগতির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS