ঢাকা | মে ১৩, ২০২৫ - ৭:০৩ অপরাহ্ন

শিরোনাম

চোখের চিকিৎসা নিতে থাইল্যান্ড গেলেন ফখরুল

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 10:06 am

অনলাইন ডেস্ক: চোখের জরুরি চিকিৎসা করাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগমও।

ফখরুল দম্পতি সোমবার (১২ মে) রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সোমবার স্যারের চোখে সমস্যা দেখা দিলে দ্রুত গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করা হয়।’

চিকিৎসা নিতে যাওয়ার আগে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব।

এর আগে গত ৬ এপ্রিল ফখরুল দম্পতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান।

Hi-performance fast WordPress hosting by FireVPS