ঢাকা | মে ১৩, ২০২৫ - ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে পোস্ট করে বিপাকে সালমান

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 9:58 am

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে দুই দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে বিশ্বজুড়ে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শান্তির এই ঘোষণা ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাদ যাননি বলিউড তারকারাও। তবে যুদ্ধবিরতি নিয়ে এক টুইট করে পরে সেটি মুছে ফেলায় বিতর্কের মুখে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে বলা হয়, শনিবার (১০ মে) রাতে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে সালমান খান লেখেন, ‘Thank God for the ceasefire…’। টুইটটি দ্রুত ভাইরাল হলেও একাংশ নেটিজেন তার নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা জানতে চান, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তিনি কেন কোনো প্রতিক্রিয়া জানাননি।

একজন নেটিজেন মন্তব্য করেন, ‘অপারেশন সিঁদুর চলাকালীন আপনার ঘুম ভাঙেনি?’ কেউ লিখেছেন, ‘সুযোগ বুঝে আবেগ দেখাচ্ছেন।’ সমালোচনার তীব্রতা বাড়তে থাকলে কিছু সময় পর সালমান খান তার পোস্টটি মুছে ফেলেন।

উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হন। ওই ঘটনার পর ৭ মে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালায় ভারত। এ নিয়ে দেশজুড়ে আলোচনা হলেও সালমান খান তখন ছিলেন নীরব।

তবে হামলার কিছুদিন পর সালমান খান এক পোস্টে লিখেছিলেন, ‘কাশ্মীর—পৃথিবীর বুকে স্বর্গ, আজ যেন নরকে পরিণত হয়েছে। নিরীহ মানুষের মৃত্যু আমার হৃদয় ভেঙে দিয়েছে। একজন নিরীহ মানুষের মৃত্যু মানে গোটা পৃথিবীর মৃত্যুর সমান।’

আমিরের বাড়িতে হঠাৎ হাজির সালমান-শাহরুখ, তিন খান একসঙ্গে পর্দায় আসছেন!আমিরের বাড়িতে হঠাৎ হাজির সালমান-শাহরুখ, তিন খান একসঙ্গে পর্দায় আসছেন!

সালমান আয়ের ৯০ শতাংশই দান করেন দাতব্য কাজে!সালমান আয়ের ৯০ শতাংশই দান করেন দাতব্য কাজে!
বার্ধক্য নিয়ে কটাক্ষের জবাবে সালমান, ‌‘এখনও বুড়িয়ে যাইনি’বার্ধক্য নিয়ে কটাক্ষের জবাবে সালমান, ‌‘এখনও বুড়িয়ে যাইনি’

কিছু নেটিজেন দাবি করেছেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করার পরই হয়তো সালমান খান তার টুইট মুছে ফেলেছেন। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি তিনি।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণায় বলিউডের আরও কয়েকজন তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন। কারিনা কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘রব রাখা’ ও ‘জয় হিন্দ।’ করণ জোহর ও রাভিনা ট্যান্ডনও শান্তির পক্ষে বক্তব্য দিয়েছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS