ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও কাভার্ড ভ্যান

সোনালী ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
তবে গরু ও জরুরি পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। ফাওজুল কবির খান বলেন, ঈদের ছয় দিন— ৪, ৫, ৬ ও ১২, ১৩, ১৪ জুন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
তবে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তিনি আরও জানান, পশুর হাট সুনির্দিষ্ট সীমানায় বসানোর ব্যবস্থা করা হবে এবং কঠোরভাবে তা মনিটরিং করা হবে।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মনিটরিং টিম কাজ করবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। চাঁদাবাজি বন্ধ এবং মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।