ঢাকা | মে ২, ২০২৫ - ৫:০৬ অপরাহ্ন

শিরোনাম

টানা ছয় দিন মৃত্যুহীন, ৬১ জেলায় নতুন রোগী নেই

  • আপডেট: Sunday, April 17, 2022 - 6:14 pm

 

অনলাইন ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ষষ্ঠদিন করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত ১১ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। নতুন শনাক্ত হওয়া বাকি রোগীদের মধ্যে সিলেটের ১২ জন এবং কক্সবাজারের এক জন। অর্থাৎ ৬১ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

নতুন ৫১ রোগী নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন হয়েছে। আর মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে। সরকারি হিসাবে করোনা আক্ন্তদের মধ্যে এ পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন সুস্থ হয়েছেন।

রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষা করে ৫১ জনের কোভিড শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৪ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Hi-performance fast WordPress hosting by FireVPS