ঢাকা | মে ১৩, ২০২৫ - ১:৫৪ পূর্বাহ্ন

বনলতা ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট: Sunday, May 11, 2025 - 11:15 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আব্দুলপুর স্টেশন সংলগ্ন করিমপুর রেলগেটে বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়,  রোববার রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টার দিকে আব্দুলপুর স্টেশনে প্রবেশের মুহূর্তে অজ্ঞাত বৃদ্ধ চলন্ত ট্রেনের সামনে চলে আসায় ধাক্কা লেগে মৃত্যুবরণ করে।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, বৃদ্ধ লোকটি চলন্ত ট্রেনের পাশের লাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু ট্রেন আসতে দেখে বুঝতে না পেরে চলন্ত ট্রেনের লাইনে চলে আসায় ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।

এ সময় ট্রেন চালক তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জিআরপি থানার ওসি জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে সকাল ১১টার দিকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS