এনআইএজি’র মহাপরিচালকের গ্রাম পুলিশদের প্রশিক্ষণ পরিদর্শন

স্টাফ রিপোর্টার: শনিবার পবা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পরিদর্শন ও সেশন পরিচালনা করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএজি)- এর মহাপরিচালক আব্দুল কাইয়ূম।
এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
আরও উপস্থিত ছিলেন- সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের ১৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও এনআইএজি’র যুগ্মপরিচালক এমএম ইমরুল কায়েস, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, এনআইএজি’র গবেষণা কর্মকর্তা মতি আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম।
এর আগে তিনি- এনআইএজি’র আয়োজনে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের ১২তম ও ১৩তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কারিকুলামে আওতায় পারস্পরিক শিখন সফরের মাধ্যমে সরেজমিনে উপজেলার পারিলা ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পারিলা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আলী।
এরপর হড়গ্রাম ইউনিয়নের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে দেশের ১৬টি জেলা হতে ৮০ জন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেছেন।
এই প্রশিক্ষণ কোর্সের কারিকুলামে পারস্পরিক শিখন সফরের মাধ্যমে সরেজমিনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রত্যক্ষকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এরই ধারাবাহিকতায় অফিস ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, কর নিরূপণ ও আদায়, ক্যাশ বই সংরক্ষণ, হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে পবা উপজেলার পারিলা ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা হয়েছে।