গোদাগাড়ীতে সৃজন প্রকল্পের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিকে চিত্রাঙ্কন ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কাকনহাটের রিইব প্রকল্প অফিসে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর সৃজন প্রকল্পের অন্যতম কর্মসূচি আয়োজনে।
রিইব-এর সৃজন প্রকল্পের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে চিত্রাঙ্কন ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি,বিশেষ অতিথি ছিলেন কাকনহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র আল মামুন, কাবিউস সংস্থার প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন ও গোদাগাড়ী উপজেলা সাঁওতাল পারগনা পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য’। অন্ষ্ঠুানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮ জন ও রচনা প্রতিযোগিতায় ৪ জনকে পুরুস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। এ সময় স্থানীয় গণগবেষণা দলের সদস্যরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।