জুলাই গণঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির যোদ্ধাদের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ৭০ টি চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এস,আই,এম রাজিউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) যোবায়ের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটক তালুকদার প্রমুখ।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এসব ব্যক্তিরা স্বৈরাচার পতনে জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর তাদের পাশে দাঁড়ানোর জন্য আহতদের আর্থিক অনুদান দেয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের প্রত্যেককে এক লাখ টাকা আর্থিক অনুদানের ৭০টি চেক বিতরণ করা হয়।