ঢাকা | মে ৭, ২০২৫ - ৫:১৮ পূর্বাহ্ন

পবায় গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 8:30 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ৩০ দিনব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্স শুরু হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে পবা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ কোর্সের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএজি)।

এসময় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল কাইয়ুম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের গ্রামীণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গ্রাম পুলিশদের ভূমিকা অনস্বীকার্য। তাদের দক্ষতা ও জ্ঞান বাড়াতে বুনিয়াদী প্রশিক্ষণ একটি যুগান্তকারী পদক্ষেপ।

এই উদ্যোগটি গ্রাম পুলিশের দক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ। ফলে এই প্রশিক্ষণের সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি দক্ষ ও সুশৃঙ্খল গ্রাম পুলিশ বাহিনী গড়ে তুলতে পারব, যা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আওতায় ৩১টি জেলার ৩১টি উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রশিক্ষণ ক্যালেন্ডারে ৬৪টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ২৫৬০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যকে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা করা হয়েছে।

ইতিমধ্যে প্রথম পর্বের ১৬টি উপজেলায় প্রতিটি ব্যাচে ৪০ জন করে মোট ৬৪০ জন গ্রাম পুলিশদের এই প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ থেকে মাসব্যাপী দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শুরু হলো। এই প্রশিক্ষণ কোর্স শেষ হবে ৪ জুন।

পবা উপজেলায় এ আয়োজনে সভাপতি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফিয়া আখতার। আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মত্যাগকারি সকল শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক জাকিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট আরিফ বিন জলিল, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান।

এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের অনুষদ সদস্য গবেষণা কর্মকর্তা মতি আহমেদ।

Hi-performance fast WordPress hosting by FireVPS