ঢাকা | মে ৭, ২০২৫ - ৪:৪২ পূর্বাহ্ন

জুনে তাসকিনের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার আশা

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 8:15 pm

অনলাইন ডেস্ক: জুনের শুরুতে পেসার তাসকিন আহমেদের ম্যাচে ফিরতে পারবেন বলে আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র চিকিৎসক দেবাশিষ চৌধুরি।

অ্যাচিলিস টেন্ডন সমস্যা নিয়ে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে যাওয়া তাসকিনের সাথে ছিলেন দেবাশিষ।

সেখানে তাসকিনকে পর্যবেক্ষণ করেছেন গোড়ালির সার্জন এবং স্পোর্টস ফিজিওথেরাপিস্ট।

দেবাশিষ জানান, অস্ত্রোপচার ছাড়াই তাসকিনের চিকিৎসা চালিয়ে যাবার পরামর্শ দিয়েছে চিকিৎকরা। এজন্য জাতীয় দলের সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে পুনর্বাসন হবে বাংলাদেশ দলের সেরা পেসার তাসকিনের।

দেবাশিষ বলেন, ‘বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে তাসকিনের জন্য রক্ষণশীল, অর্থাৎ অস্ত্রোপচারবিহীন চিকিৎসা সর্বোত্তম পদ্ধতি।

পুনর্বাসন পরিকল্পনা এমনভাবে হবে যাতে ধাপে ধাপে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। আমরা তার উন্নতির ব্যাপারে আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘সফলভাবে পুনর্বাসন হলে জুনের শুরুতে তাসকিনের ম্যাচ ফিটনেস ফিরে পাবার আশা করছি।’

Hi-performance fast WordPress hosting by FireVPS