ঢাকা | নভেম্বর ২৭, ২০২৪ - ৬:৪২ পূর্বাহ্ন

ব্লু আমব্রেলা দিবসে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, April 16, 2022 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এসিডি সম্মেলন কক্ষে আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ড এর সহযোগিতায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ১৬ এপ্রিল ব্লু আমব্রেলা দিবস পালনের প্রেক্ষিতে ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধে এক গণমাধ্যম সংলাপের আয়োজন করে।

এসিডি পরিচালক প্রোগ্রাম শারমিন সুবরিনা সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। সুব্রত কুমার পালের সঞ্চালনায় সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। এসময় দিবসের প্রতিপাদ্য এবং ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধের কারণ এবং করণীয় নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন বাসসের সিনিয়র রিপোর্টার ড. আইনুল হক, ডেইলি স্টার সিনিয়র রিপোর্টার আনোয়ার আলী হিমু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মামুন অর রশিদ, দৈনিক রাজশাহী সংবাদ সম্পাদক ও দেশ রূপান্তর স্টাফ রিপোর্টার আহসান হাবিব অপু, এসএ টিভির ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম, বাংলা নিউজ টুয়েন্টি ফোর এর সিনিয়র রিপোর্টার শরিফ সুমন, যমুনা টেলিভিশনের স্টাফ করসপন্ডেন্ট মওদুদ রানা, দৈনিক সোনালী সংবাদের মফস্বল বার্তা সম্পাদক কাজী নাজমুল ইসলাম, চ্যানেল টুয়েন্টি ফোর এর আবরার শাঈর, দৈনিক ভোরের আকাশ প্রতিবেদক তারেক মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

সংলাপে যৌন সহিংসতা দ্বারা প্রভাবিত ছেলেদের সুরক্ষায় সামাজিক নিয়মের মধ্যদিয়ে কীভাবে অধিকতর যত্ন নেয়া যায় এবং যৌন সহিংসতায় নির্যাতিত ছেলেরা যাতে সংকট কাটিয়ে বেড়ে উঠতে পারে তা নিশ্চিত করার জন্য পরিকল্পিত কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে এই সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে বক্তারা বলেন, ছেলেদের উপর যৌন হয়রানি বা সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। অনেক ছেলে শিশু যৌন সহিংসতার শিকার হচ্ছে, কিন্তু সংকোচে বা লজ্জায় তারা কাউকে বিষযটি শেয়ার করছেনা, যে কারণে এ ধরণের ঘটনা বেড়েই চলছে। তাই আমাদের সকলকে ছেলেদের যৌন সহিংসতা রোধে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় নেতা, গণমাধ্যম সক্রিয় ভূমিকা রাখতে পারলে ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধ করা সম্ভব।