হোমিও ওষুধের দোকানে বিক্রি হচ্ছিল অ্যালকোহল
স্টাফ রিপোর্টার: রাজশাহীর একটি হোমিও ওষুধের দোকানে বিক্রি করা হচ্ছিল মাদকজাতীয় অ্যালকোহল। পুলিশ দোকানটিতে অভিযান চালিয়ে ২০২ বোতল অ্যালকোহল উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে ওষুধের দোকানিকেও।
শুক্রবার রাত ১১টায় রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তির নাম তাহেরুল ইসলাম ওরফে টিটন (৫৫)। আরএমপির এয়ারপোর্ট থানার মহানন্দখালী এলাকায় তাহেরুলের হোমিও ওষুধের দোকান। মহানন্দখালী মধ্যপাড়ায় তার বাড়ি। রাজশাহী নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওষুধের দোকানে অ্যালকোহল বিক্রির খবর পেয়ে তারা অভিযান চালিয়েছিলেন। এ সময় ২০২ বোতল অ্যালকোহলসহ তাহেরুলকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। শনিবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।