ঢাকা | মে ৪, ২০২৫ - ৩:১৩ অপরাহ্ন

শিরোনাম

পবায় শহিদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রাতুল ট্রেডার্স

  • আপডেট: Saturday, May 3, 2025 - 9:33 pm

স্টাফ রিপোর্টার: পবায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে- রাতুল ট্রেডার্স এবং রানার্স আপ হয়েছে ফ্রেন্ডস ইলিভেন।

গতকাল শনিবার নওহাটা পৌরসভার সিন্দুরকুসুম্বী শিয়ালবেড় প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

উল্লেখ্য, নওহাটা পৌর ৯নং ওয়ার্ড যুবদল আয়োজিত দুইব্যাপী এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রাতুল ট্রেডার্স এবং রানার্স আপ হয়েছে ফ্রেন্ডস ইলিভেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নওহাটা পৌর যুবদলের ৯নং ওয়ার্ড সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওহাটা পৌর বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আকরাম আলী, মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, জেলা যুবদলের সদস্য মোজাফফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম সুমন, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সাবেক যুগ্ম আহ্বায়ক আজাদ সরকার, মোমিনুল ইসলাম মিলন, শামীম সরকার, মাহাবুবুর রহমান মাহবুব প্রমুখ। টুর্নামেন্টটি পরিচালনা করেন নওহাটা পৌর যুবদলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নবাব।

Hi-performance fast WordPress hosting by FireVPS