এসিডির ‘‘চিলড্রেন নো বেটার’’ প্রকল্পের সভা

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় এসিডি এর আয়োজনে ‘‘চিলড্রেন নো বেটার- মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন’’ প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্পের কর্ম এলাকা রাজশাহী সিটি কর্পোরেশনসহ গোদাগাড়ী ও মোহনপুর উপজেলা হতে ২৫ জন নির্বাচিত শিশু নেতা ও ১০ জন পিয়ার এডুকেটর অংশগ্রহণ করে।
সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা ও বিগত কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়। শিশুদের নেতৃত্ব বিকাশ এবং শিশুর অংশগ্রহণ অর্জনের লক্ষ্যে কর্মসূচি মূল্যায়নের সক্ষমতা তৈরি করার উদ্দেশ্যকে বাস্তবায়িত প্রকল্পটি শিশুদের ভূমিকা, শিশু সুরক্ষা নীতিমালা ও শিশু সুরক্ষা সম্পর্কিত বিষয়গুলো আলোচনা হয়ে আসছে।
শিশুদের যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে ও অন্য শিশুদের সচেতন করা ও শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদে রাখার লক্ষ্যে ও শিশুদের অধিকার, সুরক্ষা ব্যব¯’া জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য শিশুদের সুরক্ষা বিষয়ক ধারনা বৃদ্ধি করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য শিশু নেতাদের দক্ষ করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রকল্পের প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার সভা পরিচালনায় সহযোগিতা করেন।