ঢাকা | মে ৪, ২০২৫ - ৪:১৩ পূর্বাহ্ন

উপাচার্যের বাসভবন ঘেরাও রুয়া নির্বাচন ঘিরে উত্তাল রাবি

  • আপডেট: Saturday, May 3, 2025 - 12:08 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করেছে অ্যাডহক কমিটি।

বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে রুয়ার প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাসভবনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

উদ্ভত পরিস্থিতে বৃহস্পতিবার দুপুরে রুয়া নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  নির্বাচন স্থগিতদের প্রতিবাদে বিকালে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সন্ধ্যার দিকে উপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১০ মে রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন জাতীয়তাবাদে বিশ্বাসী সাবেক শিক্ষার্থীরা। গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে রুয়া নির্বাচন কমিশনের প্রধান কমিশনার পদত্যাগ করেন।

সেই সঙ্গে বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে রুয়া নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ও আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৪টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিকেল পৌনে ছয়টার দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য বাসভবনের ভেতরে প্রবেশ করে। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা বাইরে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, ‘আমি ওয়াদাভঙ্গকারী নই। যে কথা আমি রাখতে পারব না, সেই কথা বলব না। বিধিমালার বাইরে আমি কোনো কাজ করব না।

নতুন অ্যাডহক কমিটি গঠন ও নির্বাচন কমিটির কাজ শুরু করব। আমি এমন কোনো অ্যাডহক কমিটি করব না যার জন্য আমাকে আবার ধাক্কা খেতে হয়। এমন অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করব, যেন নৈতিকতা ও মেরুদন্ড নিয়ে প্রশ্ন না ওঠে।’

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘উপাচার্যের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করছি।  আমাদের সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS