পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি)’র পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাককে পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও একেএম নূর হোসেন নির্ঝর তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তার বিদায়ী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক তার বক্তব্যে বলেন, আমার এ স্বল্প সময়ে আমি চেষ্টা করেছি আমার অফিসের স্টাফদের মধ্যে সেবার মানসিকতা তৈরি করার। ভূমি সংক্রান্ত সকল সেবা স্বচ্ছ ও দ্রুততার তার সাথে দেওয়ার চেষ্টা করেছি।
সেবা প্রার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে সেবা দেয়ার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি তা সেবা প্রার্থীরাই বলতে পারবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর, অফিসার্স ক্লাবের সেক্রেটারী ও বিএমডিএ এর প্রকৌশলী হানিফ শিকদার, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মিন্নাত আলী, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেবাশীষ বসাক রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বদলি হয়েছেন।