ঢাকা | মে ৪, ২০২৫ - ১২:২১ পূর্বাহ্ন

বাগমারায় জাল দলিলে জমি খারিজের অভিযোগ

  • আপডেট: Friday, May 2, 2025 - 11:22 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় জাল দলিলের মাধ্যমে প্রতারণা করে তিন বিঘা ৭ শতক জমি খারিজ (নামজারি) করে নেয়ার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা সহকারি ভূমি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের ফারাজ আলী তরফদারের ছেলে মোজাফ্ফর হোসেন বাদি হয়ে অভিযোগটি করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়নের বাড়ীগ্রামের বাসিন্দা আনিছার রহমানের ছেলে আজিজুর রহমান প্রামানিক সম্প্রতি প্রতারণার মাধ্যমে বিগত ১৯৭৫ সালের একটি জাল দলিল তৈরি করেন।

ওই দলিলে বাদির পিতা ফারাজ আলীর গোবিন্দপাড়া মৌজায় ১০২৫ নং খতিয়ান ভূক্ত মোট ২৯টি দাগে তিন বিঘা ৭ শতক রেকর্ডীয় সম্পত্তি বাদির ফুফি ছাবের জান বিবি ছেলে আজিজুর রহমানকে দান করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে ওই দলিলে সাব রেজিষ্টারের স্বাক্ষরের কোন মিল নেই।

এছাড়া সংশ্লিষ্ট রেজিষ্টার অফিসে ওই দলিলের কোন তথ্যও পাওয়া যায়নি। তাছাড়া ১৯৭৫ সালে বলপেন দ্বারা দলিল লেখার কোন প্রচলনও ছিলো না। পরবর্তীতে ওই ভূয়া দলিলের মাধ্যমে আজিজুর রহমান প্রতারণার মাধ্যমে বাদির পিতার রেকর্ডীয় তিন বিঘা ৭ শতক জমি নিজের নামে খারিজ (নামজারি) করে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষকে নোটিশ দিয়ে ডেকে শুনানির মাধ্যমে ওই দলিল যাচাইবাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS