ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

সত্যজিত রায় এর জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’

  • আপডেট: Friday, May 2, 2025 - 8:38 pm

অনলাইন ডেস্ক: বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মাতা প্রসূন রহমান নির্মাণ করেছেন সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’। ট্রিবিউট ফিল্মটি প্রদর্শিত হয়েছে বিভিন্ন উৎসবে, পেয়েছ পুরস্কারও।

সিনেমাটি এবার দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। যার জন্য বেছে নেওয়া হয়েছেন কিংবদন্তির জন্মদিনকে।

সত্যজিৎ রায়, উপমহাদেশীয় চলচ্চিত্রের বাতিঘর। তরুণরা তার সিনেমা দেখে নির্মাতা হবার স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখানো এই মানুষটির জন্মদিন আজ ২ মে শুক্রবার। বিশেষ দিনটিতে সত্যজিৎকে স্মরণ করতেই চরকিতে এসেছে তাকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’।

নির্মাতার ভাষায়, এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্র নয়। সত্যজিতকে সঙ্গী করে সাহিত্যের প্রতি, সিনেমার প্রতি, জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানোর চলচ্চিত্র।

এটা আমাদের ‘লাভ-লেটার টু সিনেমা’। শিল্পের অনুষঙ্গে দিনযাপনের যেকোনো উপলক্ষেই এর প্রদর্শন প্রাসঙ্গিক হয়ে উঠবে। চলচ্চিত্রপ্রাণ দর্শকের কিছুটা ভালোবাসা পাক ‘প্রিয় সত্যজিৎ’ এইটুকু প্রত্যাশা।

প্রিয় সত্যজিৎ’-এর কাহিনি ৩ সময়ের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান।

আর অন্য দুজন পরবর্তী ২ প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।

আরও কয়েকটি বিশেষ চরিত্রে রয়েছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।

নিজস্ব অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে প্রসূন আগে জানিয়েছিলেন, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপনে নেটফ্লিক্সে সিরিজ, কলকাতায় সিনেমা হলেও বাংলাদেশে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাই নিজ উদ্যোগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করার পরিকল্পনা করেন প্রসূন।

সত্যজিৎ রায়ের পৈতৃকভিটা ছিল কিশোরগঞ্জে। সেখানকার মসূয়া’য় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িসহ আরও দুটি জায়গায় এবং পুরনো ঢাকার একটি বাড়িতে হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।