ঢাকা | মে ২, ২০২৫ - ৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

মহান মে দিবস স্মরণে আলোচনা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, May 1, 2025 - 7:13 pm

স্টাফ রিপোর্টার : মহান মে দিবস স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।শ্রমিক মালিক ঐক্য চাই স্লোগান নিয়ে,১মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাজশাহী নগরীর গনকপাড়া  অংশু লাইব্রেরিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় জুলাই ৩৬ পরিষদের আহবায়ক মাহবুব জামাল কাদেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবি আসাদুজ্জামান জুয়েল।সেভ দ্যা ন্যাচারের চেয়ারম্যান মিজানুর রহমান,রাস্ট্রসংস্কার আন্দোলনের নেতা অ্যডভোকেট হোসেন আলী পিয়ারুল। সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু,একাত্তরের শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসেনী প্রমুখ।

এই আলোচনার শুরুতে শিকাগো শহরে শ্রমিকের অধিকারে আন্দোলনে জীবন উৎসর্গ করা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।শ্রমিকদের তাৎপর্যে এই মহান দিবসে কবিতা পাঠ করেন সিফাত ই রাব্বি।

এই আলোচনায় বক্তারা বলেন শ্রমিক ও মালিকের সম্প্রিতির ঐক্যবদ্ধতায় পারে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে।একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে শ্রমিকের অবদান অপরিসীম, অথচ শ্রমিকরা প্রতিনিয়ত বৈষম্য ও অনাচারের শিকার হচ্ছে।এটা বন্ধ করতে মালিক,শ্রমিক ও সুশিল সমাজের সকল শ্রেণীর  মানুষের দৃষ্টিভঙ্গী পাল্টাতে হবে,তাতেই শ্রমিকের অধিকার  নিশ্চিৎ হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS