ঢাকা | মে ১, ২০২৫ - ১০:১০ পূর্বাহ্ন

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

  • আপডেট: Wednesday, April 30, 2025 - 11:09 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে মাথা বের করে ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় (৪৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও মাধনগর রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বুড়িমারীগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের করে দেখছিলেন অজ্ঞাত ব্যক্তি।

এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের করে দেখছিলেন অজ্ঞাত ব্যক্তিটি।

এমন সময় মাধনগর স্টেশনের ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS