ঢাকা | মে ১, ২০২৫ - ১০:১০ পূর্বাহ্ন

তানোরে আইন-শৃঙ্খলাসহ কয়েকটি কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, April 30, 2025 - 11:05 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা উন্নয়ন সমন্নয় ও আইন-শৃঙ্খলা কমিটিসহ বেশ কয়েকটি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। এসময় উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, তানোর আব্দুল করিম সরকার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তফা কামাল।

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন, তানোর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, তানোর থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর রিপোর্টারস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বৈশম্য বিরোধী ছাত্র আন্দলোনের তানোর উপজেলা সমন্নয়ক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে সার্বিক সিদ্ধান্ত তুলে ধরা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS