রাজশাহীতে অনুর্ধ্ব-১৫ বালকদের আবাসিক ফুটবল প্রশিক্ষণ শিবির

স্পোর্টস ডেস্ক: রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৫ বাছাইকৃত বালকদের জেলা পর্যায়ের আবাসিক ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে।
তারুণ্যের উৎসব উপলক্ষে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই উদযাপন প্রতিপাদ্যে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
গত রোববার বিকেলে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব, শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুবনা ইয়াসমিন এবং জেলা ক্রীড়া সংস্থার এডহক বমিটির সদস্য তৌফিকুর রহমান রতন। বাছাইকৃত ৪০ জন বালক নিয়ে ২১টি সেশনে ১১দিন ব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ চলবে।