লালপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা নাজমুল খাঁসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন।