ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ৫:১৩ পূর্বাহ্ন

প্রাইভেটকারে পাচার হচ্ছিল এক মণ গাঁজা, গ্রেপ্তার ২

  • আপডেট: Monday, April 28, 2025 - 11:51 pm

পুঠিয়া প্রতিনিধি: প্রাইভেটকারে করে এক মণ গাঁজা পাচারের সময় রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার ভোররাতে জেলার পুঠিয়া উপজেলার কাঠালপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে এই গাঁজার চালান ধরে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জাগলাটারি গ্রামের মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফারুক উদ্দিন শাহ (৪৫)।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, কুড়িগ্রাম থেকে তারা ৪০ কেজি ওজনের ওই গাঁজার চালানটি রাজশাহী এনেছিলেন। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS