বাঘায় আত্মহত্যা করা সেই কৃষকের স্ত্রীকে অর্থ সহায়তা দিলেন কৃষি অফিসার

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আড়ানী রেলস্টেশন ট্রেনের নিচে আত্মহত্যা করেন রুহুল আমিন নামের নামের এক বৃদ্ধ।
অত্মহত্যার ১৪ দিনের মাথায় গতকাল সোমবার সকালে বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান রুহুল আমিনের পরিবারের খোঁজ খবর নেন এবং নগদ ২০ হাজার টাকা সহায়তা দেন।
সোমবার সকাল ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে মৃত মীর রুহুল আমীনের বাড়িতে যান।
সে সময় তার পরিবারের খোঁজ খবর নিয়ে ব্যক্তিগতভাবে বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান মৃত মীর রুহুল আমীনের স্ত্রী মরিয়মের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় কৃষি অফিসারের সাথে ছিলেন বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিয়া।