ঢাকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৬:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

  • আপডেট: Monday, April 28, 2025 - 12:02 pm

অনলাইন ডেস্ক : জেলার শাল্লা উপজেলায় হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে রিমন তালুকদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে একটি গরুও মারা গেছে।

মৃত রিমন জেলার শাল্ল উপজেলার আটগাঁও গ্রামের জাহেদ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রিমন আটগাঁও গ্রামের পাশের কালিকোটা হাওরে গরু চড়াতে যান। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ তীব্র বজ্রপাতে রিমনসহ একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে রিমনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করে বাসসকে জানান, বজ্রপাতে মারা যাওয়া রিমন তালুকদারের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে ।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS