ঢাকা | এপ্রিল ২৮, ২০২৫ - ১০:৪৯ অপরাহ্ন

মান্দায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে জখম

  • আপডেট: Sunday, April 27, 2025 - 10:55 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে আফজাল হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে জখম করা হয়েছে।

শনিবার উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় মোস্তাক আহমেদসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

আহত আফজাল হোসেন ফেটগ্রাম গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, গত শনিবার সকালে প্রতিপক্ষ মোস্তাক আহমেদ ভাড়াটিয়া লোকজন নিয়ে বিবাদমান জমি থেকে বাঁশ কেটে নিচ্ছিল। এসময় বাঁশ কাটতে তাদের বাধা প্রদান করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে।

এ সময় আমার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে অভিযুক্ত মোস্তাক আহমেদের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS