াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:২৫ পূর্বাহ্ন

দীপিকাই আমার সাবেক প্রেমিকা: শাহরুখ খান

  • আপডেট: Sunday, April 27, 2025 - 10:50 am

অনলাইন ডেস্ক : বিনোদন জগতের বাদশা শাহরুখ খান কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন। এখনো তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে সিনেমাপ্রেমীদের উপচেপড়া ভিড়। পর্দায় তার ভিন্নরূপ।

দর্শকদের মন অনায়াসেই জয় করে নেন তিনি। কখনো মুখ ঢেকে যোদ্ধার বেশে, কখনো দাঁড়ি-চুলে এক অচেনা বেশে, আবার কখনো রাজার মতো হাজির হন বলি বাদশাহ। তবে এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ—সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনি।

এবার বলিউডে নতুনরূপে আসছেন বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘কিং’-এ দেখা যাবে ভিন্ন আমেজে। তবে ‘কিং’—শুধু সিনেমার নাম নয়, শাহরুখের আত্মপরিচয়ও। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খানও। আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট।

আর সেই দৃশ্যপটের লড়াইয়ের ময়দানেই নামছেন জনিপ্রয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘কিং’-এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের সাবেক প্রেমিকা হিসাবে। এবং সুহানার মায়ের ভূমিকায় থাকবেন অভিনেত্রী। যদিও চরিত্রটি ক্যামিও। কিন্তু এই ‘অতিথি’ হাজিরাই নাকি হয়ে উঠবে সিনেমার সবচেয়ে বড় চমক। সেই নিয়েই কিং খান মজার ছলে বলেছিলেন—’দীপিকাই তো আমার সাবেক প্রেমিকা, সুহানার মা।’

এর আগে জানা গেছে, ‘কিং’ সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। কিন্তু না, ক্যামেরার পেছনে দেখা যাবে পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর শুধু পর্দার মধ্যে নয়, পর্দার বাইরেও এক লড়াই চলবে।

পরিচালকের রদবদলের পরও বাদশা তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে, বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরোনো রেকর্ড। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব। এমনকি সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়া ইতোমধ্যে সেরে ফেলেছেন তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS