াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:২৫ পূর্বাহ্ন

রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের গুরুত্ব ও সদ্ব্যবহারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান সুপ্রদীপ চাকমা’র

  • আপডেট: Sunday, April 27, 2025 - 10:48 am

অনলাইন ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটি কাপ্তাই হ্রদকে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পর্যটন শিল্পের প্রসার ও  উন্নয়নে স্থানীয় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার রাতে রাঙামাটি শহরের ভেদভেদীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগার হল রুমে রাঙামাটি চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ আহ্বান জানান।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন,পাহাড়ে ব্যবসা বাণিজ্যের প্রসার, পর্যটন শিল্পের উন্নয়ন ও কাপ্তাই লেককে কাজে লাগাতে পারলে স্বল্প সময়ে এ এলাকার অর্থনৈতিক উন্নয়নের চেহারা পাল্টে দেয়া যাবে। পার্বত্য এলাকায় ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।

তিনি বলেন,রাঙামাটিতে বাজার ফান্ডের ভূমি সংক্রান্ত যে জটিলতা আছে তা দ্রুত নিরসন করা হবে।

তিনি আরও বলেন, সহজ শর্তে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

রাঙ্গামাটি চেম্বার অব কমার্স সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি মো. আলী বাবর, পরিচালক মো. নিজাম উদ্দিন, মো. জসিম উদ্দিন, ওবাইদ উল্লাহ মনসুর ও জহির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS