ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ২:০০ অপরাহ্ন

শিরোনাম

ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট: Friday, April 15, 2022 - 10:23 pm

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: প্রতিবছর রমজান মাসে ক্যাম্পাস বন্ধ থাকলেও করোনাকালীন শিক্ষাক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে ক্লাস-পরীক্ষা। তাই রোজা শেষে নিজ ক্যাম্পাসেই ইফতার সারছেন শিক্ষার্থীরা। তবে ইফতারের উচ্ছিষ্টে নষ্ট হচ্ছে পরিবেশ ও ক্যাম্পাসের সৌন্দর্য।

ক্যাম্পাসের সৌন্দর্য ফিরিয়ে আনতে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে শের-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর, শেখ রাসেল খেলার মাঠে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা।

এসময় অভিযানে অংশ নেন শের-ই-বাংলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রাতুল, সাধারণ সম্পাদক স্বাধীন খান, সহ-সভাপতি ওয়ালি ‍উল্লাহ রাজু, যুগ্ম- সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী।

পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে শের-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন খান বলেন, ‘রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীরা ইফতারের পর ক্যাম্পাসের বিভিন্ন জায়গা নোংরা করে রেখে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে সেটি মোটেও কাম্য নয়। প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে পারলে প্রকৃতি আমাদের প্রশান্তি দান করবে। এমন উপলব্ধি থেকে আমরা শের-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগ এই উদ্যোগ নিই।’

তিনি আরও বলেন, ‘এই অভিযানের মধ্য দিয়ে সবাই মিলে ক্যাম্পাসটাকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারে আবদ্ধ হওয়ার বার্তা দিতে চাই আমরা। তাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS