াকা | এপ্রিল ২, ২০২৫ - ১২:০২ অপাহ্ন

কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন  

  • আপডেট: Friday, April 25, 2025 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তাপমাত্রা আবারো ৩৯ ডিগ্রি। এরফলে ভ্যাপসা গরমে প্রাণীকুলে হাসফাস অবস্থা কাটছেনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১ সপ্তাহ যাবত রাজশাহীর উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুইছুই করছে।

আকাশে মেঘ করলেও কাক্সিক্ষত বৃষ্টির দেখা নেই। সুর্যের তাপের প্রখরতায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে বের হচ্ছেনা।

কৃষক ও শ্রমিকরা গরম উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। হাসপাতাল গুলোতে বেড়েছে গরম জনিত ডাইরিয়া, হিটস্ট্রোক আক্রান্ত রোগির সংখ্যা। এই গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা। ডাক্তাররা এসময় সকলকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিচ্ছেন।

এই গরমে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ছেন শ্রমজীবীরা। এই বিরুপ আবহাওয়ায় খেতের ফসল নিয়ে বেকায়দায় পড়েছেন চাষিরা। কাংখিত বৃষ্টি না হওয়ায় অনেকে পুকুর, সবজিসহ অন্যান্য ফসলে সেচ দেয়া শুরু করেছেন। এদিকে ভ্যাপসা গরমে আম- লিচু ঝরে পড়তে শুরু করেছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত বুধবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সাত জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আজ শনিবারও থাকতে পারে। তবে, রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তাতে কমতে পারে তাপ।

গত বৃহস্পতিবারের মতো শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। আজ সেখানে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশের অন্য যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তার মধ্যে যশোরে ৩৮ দশমিক ২, পাবনার ঈশ্বরদীতে ৩৮, সিরাজগঞ্জে ৩৭ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৮, বগুড়ায় ৩৬ দশমিক ৫ এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS