াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৪:১৯ পূর্বাহ্ন

বাগমারায় মামলার বাদীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট: Thursday, April 24, 2025 - 10:14 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন স্ত্রীর পৈত্রিক সূত্রে পাওয়া জমি রক্ষার দাবিতে মামলা করায় বাদীকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে স্ত্রী শামিমা রহমানকে সঙ্গে নিয়ে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গোপালপুর গ্রামের বাসিন্দা সাবেক অধ্যক্ষ জিল্লুর রহমান।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে অধ্যক্ষ জিল্লুর রহমান অভিযোগ করেন, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন ৬ শতক জমির প্রকৃত মালিক একই গ্রামের বাসিন্দা তার শ্বশুর শরীফ উদ্দিন মন্ডল।

পিতার ওয়ারিশ সূত্রে বর্তমানে ওই জমির মালিক তার স্ত্রী শামীমা রহমান। সম্প্রতি ওই জমিতে তিনি পাবলিক পাঠাগার নির্মাণ করতে গেলে গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন সহ স্থানীয় কতিপয় লোকজন তা ভাঙচুর করেন।

এই ঘটনায় তার স্ত্রী শামিমা রহমান বাদী হয়ে রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবুল বাসার ও জেকের আলীসহ সাত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা করায় অধ্যক্ষ আবুল হোসেনসহ অন্য আসামিরা মামলা তুলে নিতে মামলার বাদী শামিমা রহমান ও তাকে বিভিন্নভাবে হুমকি ও চাপ দেয়া হচ্ছে।

মামলা তুলে না নিলে তাকে ও তার স্ত্রীকে প্রানে মেরে ফেলারও হুমকি দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS