াকা | এপ্রিল ২৪, ২০২৫ - ৫:৩৯ পূর্বাহ্ন

তাপমাত্রা ৪০ ছুইছুই গরমে প্রাণীকুলে হাসফাস অবস্থা

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 10:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তাপমাত্রা আবারো ৪০ ডিগ্রি ছুইছুই করছে। এরফলে ভ্যাপসা গরমে প্রাণীকুলে হাসফাস অবস্থা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১ সপ্তাহ যাবত রাজশাহীর উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুইছুই করছে। কাংখিত বৃষ্টির দেখা নেই।

সুর্যের তাপের প্রখরতায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে বের হচ্ছেনা। হাসপাতাল গুলোতেও বেড়েছে গরম জনিত ডাইরিয়া, হিটস্ট্রোক আক্রান্ত রোগির সংখ্যা। ডাক্তাররা এসময় সকলকে সাবধানে চলাচল করতে বলছেন।

এই গরমে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ছেন শ্রমজীবীরা। এই বিরুপ আবহাওয়ায় খেতের ফসল নিয়ে বেকায়দায় পড়েছেন চাষিরা। কাংখিত বৃষ্টি না হওয়ায় অনেকে পুকুর, সবজিসহ অন্যান্য ফসলে সেচ দেয়া শুরু করেছেন। এদিকে ভ্যাপসা গরমে বৈশাখী গুটি আম ঝরে পড়তে শুরু করেছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়,  বুধবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীসহ দেশের চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি আরো জানায়, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।