ঢাকা | মে ২৪, ২০২৫ - ২:৩১ পূর্বাহ্ন

মোহনপুরে ড্রাম ট্রাক চাপায় যুবক নিহত

  • আপডেট: Monday, April 21, 2025 - 11:47 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলার সইপাড়া মোড়ে বালু বোঝাই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হান্নান শাহ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত হান্নান সড়ক পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা বালু বোঝাই দ্রতগামী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে সে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটস্ত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক ঘটনাস্থল সইপাড়া গ্রামের ময়েজ শাহ্ এর ছেলে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS