ঢাকা | মে ২৪, ২০২৫ - ৪:৩৫ পূর্বাহ্ন

নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

  • আপডেট: Monday, April 21, 2025 - 11:02 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ স্বপন শীল (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন শীল একই এলাকার মৃত খগেন শীলের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানা পুলিশের একটি সকালে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে নামে।

এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সাদাপুর জিগাবাড়ী এলাকায় এক মাদক কারবারী গাঁজা বিক্রিয় করছে। এমন সংবাদে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করলে হাতে থাকা ব্যাগে ১ কেজি গাঁজা পাওয়া যায়।  থানার তদন্ত কর্মকর্তা বাবলু চন্দ্র পাল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS