রাণীনগর উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীনকে (৬৫) গ্রেপ্তার করেছে।
রোববার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজ উদ্দীনকে এদিন বিকালেই আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ রায়হান জানান, গত ২৬ আগস্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলার সাথে জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মফিজ উদ্দীন উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত কোকাই প্রামানিকের ছেলে। তাকে এদিন বিকালেই আদালতে প্রেরণ করা হয়েছে।