ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ১:১৭ পূর্বাহ্ন

নগরীর আকরাম হত্যার মূল আসামিসহ গ্রেপ্তার দুই

  • আপডেট: Sunday, April 20, 2025 - 12:15 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে  চাঞ্চল্যকর আকরাম হোসেন হত্যা মামলার  ৪৮ ঘণ্টার মধ্যে র‌্যাবের অভিযানে প্রধান আসামি নান্টু ও খোকন মিয়া নামে দুই আসামি গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে নওগাঁ সদরের রামরায়পুর আড়ারাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে র‌্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান,  সম্প্রতি রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে মেয়েকে বখাটেরা উত্ত্যক্ত করায় এর প্রতিবাদ করেন বাবা আকরাম হোসেন।

এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ এপ্রিল আকরাম হোসেন ও তার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা। পরে ঘটনার দিন রাতেই রামেক হাসপাতালে মারা যান আকরাম হোসেন।

এ ঘটনায়  আকরামের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দুই আসামিকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।