ঢাকা | এপ্রিল ২২, ২০২৫ - ২:৩০ পূর্বাহ্ন

পুঠিয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে ২৫ গাড়িকে জরিমানা

  • আপডেট: Saturday, April 19, 2025 - 11:33 pm

পুঠিয়া প্রতিনিধি: লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চারঘাট আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনী, পবা হাইওয়ে ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে মহাসড়কের ওপর পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন গাড়ীতে তল্লাশি করে ২৫টি জরিমানা করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড়ে মহাসড়কের ওপর এলাকায় এই ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়। এসব তথ্য নিশ্চিত করেন, চারঘাট আর্মি ক্যাম্পের ইনচার্জ সিনিয়র ওয়ারেন্ট অফিসার  কালাম।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, অভিযানে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এসময় হেলমেট এবং লাইসেন্স না থাকায় পবা হাইওয়ে পুলিশ ১৩টি, জেলা ট্রাফিক পুলিশ ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে কঠোর অবস্থানে অব্যাহত থাকবে বলে জানান জেলা ট্রাফিক পুলিশের টিএসআই  রাসেল।