আ’লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না: বিএনপি নেতা সিদ্দিক

দুর্গাপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তারা ইতিমধ্যে দেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে। বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, অচিরেই আওয়ামী লীগও নিষিদ্ধ হবে এবং এই দেশ হবে স্বৈরাচার হাসিনামুক্ত বাংলাদেশ।
শনিবার বিকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের লক্ষ-কোটি মানুষ বিএনপির পাশে রয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, বেদাবিন থেকে বান্দরবান, বাংলার প্রতিটি জনপদে জাতীয়তাবাদী শক্তির প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন রয়েছে। কোন অপশক্তি বা বিদেশি প্রভাব, বিশেষ করে ভারতীয় নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের জনগণ আজ আর সমর্থন দেবে না।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনের আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এসময় দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, বিএনপি নেতা সামসুল ইসলাম, পৌর যুবদলের নেতা মোজ্জাফর হোসেন, সিহাব, এন্তাজ আলী, নুরুল ইসলাম ও ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।