তানোরে বিএনপি নেতার লিফলেট বিতরণ

তানোর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক তানোর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে গণসংযোগ করেছেন।
শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির লক্ষ্য তুলে ধরেন। গণসংযোগ শুরু হয় তানোর থানা মোড় থেকে। এরপর তালন্দ ইউপির মোহর গ্রামের ঘোড়াডুবি মোড়, দেবিপুর মোড়, পাঁচন্দর ইউপির কৃঞ্চপুর হাট, কয়েল হাট, ইলামদহী বাজার, নারায়নপুর মোড়, লালপুর বাজার হয়ে রাতের শেষ প্রান্তে তিনি বেলপুকুরিয়া গ্রামে এক ইসলামী জালসায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরকার, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, যুবদল নেতা আতিকুর রহমান, সাইদুর রহমান, জহুরুল ইসলাম, রানা, মিল্টন প্রমুখ।