মোহনপুরে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ৪টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার মোহনপুর উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সারা দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে এএমএম বিক্রস নামের দু’টি ইট ভাটার মালিককে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে এজিআই এবং মেসার্স জে স্টার বিক্রস নামক দু’টি ইট ভাটা ও সেই ইট ভাটাগুলোর চুল্লি ভাঙা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান কালীন সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে-পরিবেশ অধিদপ্তর (রাজশাহী) এর সহকারি পরিচালক কবির হোসেন বলেন, রাজশাহী জেলাজুড়ে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা’র সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
রাজশাহী জেলা প্রশাসনসহ রাজশাহীর সকল উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহনপুর থানার এএসআই খালেদসহ পুলিশ ও আনসার সদস্যরা এবং মোহনপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন এর কর্মীরা।