ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৮:২৮ অপরাহ্ন

শিরোনাম

সেপ্টেম্বরে যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

  • আপডেট: Friday, April 18, 2025 - 12:49 pm

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি সেপ্টেম্বর মাসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করছেন। এটি হবে তাঁর দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা নজিরবিহীন, এবং যার মাধ্যমে লন্ডন ট্রান্সআটলান্টিক সম্পর্ককে আরও জোরদার করতে চায়।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এক সাক্ষাৎকালে ট্রাম্পকে রাজ পরিবারের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। ওই সময় তিনি ট্রাম্পকে শুল্কনীতি ও ইউক্রেন ইস্যুতে একমত করাতে চেষ্টা চালান।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, তারা সেপ্টেম্বরের জন্য একটি তারিখ নির্ধারণ করছে।’

তিনি আরও বলেন, ‘তারা দ্বিতীয়বারের মতো একটি ‘উৎসব’ আয়োজন করতে যাচ্ছে। আর সেটিই এটি—একটি উৎসব। এটি দারুণ, এবং একজন ব্যক্তিকে দ্বিতীয়বার এমন কিছু করা এই প্রথম।’

ট্রাম্প বলেন, ‘আমি চার্লসের বন্ধু। আমি রাজা চার্লস ও রাজপরিবার, বিশেষ করে (উত্তরাধিকারী প্রিন্স) উইলিয়ামের প্রতি গভীর শ্রদ্ধা রাখি। আমরা পরিবারটির প্রতি গভীর শ্রদ্ধাবোধ পোষণ করি এবং এটি সত্যিই এক অসাধারণ সম্মান।’

বৃহস্পতিবার ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকা জানায়, রাজপরিবার ট্রাম্পকে লন্ডনের কাছে রাজা চার্লসের ঐতিহাসিক আবাস উইন্ডসর ক্যাসেলে স্বাগত জানাতে যাচ্ছে।

২০১৯ সালে প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাজ্য সফর করেন ট্রাম্প। এবার তিনিই হবেন প্রথম কোনো রাজনৈতিক নেতা যিনি দ্বিতীয়বার ব্রিটেনে রাষ্ট্রীয় সফরের সম্মান পাচ্ছেন।

৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা দীর্ঘদিন ধরেই ব্রিটিশ রাজপরিবারের একজন প্রকাশ্য সমর্থক।

যুক্তরাজ্যের সঙ্গে তার এক ধরনের ঘনিষ্ঠতা রয়েছে—তার মা স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ট্রাম্প সেখানে একটি গলফ কোর্সের মালিক।

সূত্র: বাসস