ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপডেট: Friday, April 18, 2025 - 12:33 am

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বজ্রপাতে মানিক হোসেন মন্ডল (৪৫) নামে একজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার আড়ানীর হামিদকুড়া মাঠে ঝড়-বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। মানিক হোসেন মন্ডল হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মানিক হোসেন মন্ডল বৃহস্পতিবার দুপুরে হামিদকুড়া মাঠে নিজ জমিতে ভূট্টার বীজ লাগাচ্ছিলেন। এসময় হালকা ঝড় এবং বৃষ্টি ঝরছিল। বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়ার সময় রাস্তায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আওয়ালসহ স্থানীয় গ্রামবাসী।