ঢাকা | এপ্রিল ২০, ২০২৫ - ৯:৪৮ পূর্বাহ্ন

আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়েছে সাজাপ্রাপ্ত আসামি

  • আপডেট: Thursday, April 17, 2025 - 11:27 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়েছে আরিফ (৩২) নামের একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি।

বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজিরা শেষে পালিয়ে যান তিনি। আসামি আরিফ নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আরিফ আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় মেট্রো কোর্ট হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। হাজতখানার কাছে পৌছালে কনস্টেবল মাহমুদুল হাসান আগেই ঢুকে পড়েন।

এসময় বাইরে থাকা অন্য পুলিশ সদস্যরা গল্পে মশগুল ছিলেন। এ সুযোগে আসামি আরিফ রশি দিয়ে বাধা হাতকড়া নিয়ে পালিয়ে যান। তার পালানো দেখে পুলিশ সদস্যরা দৌঁড় দিলে আসামি আরিফ হাতকড়া থেকে রশি খুলে ফেলে নিমিষেই পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা দেয়া শেষে আসামি আরিফকে হাজতখানায় নিয়ে আসার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নি। তারা আসামির দিকে নজর না দিয়ে নিজেদের ও পাশে থাকা ব্যক্তিদের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছিলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পর থেকে আসামি আরফিকে খুঁজতে অভিযান শুরু করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও এই ঘটনায় দায়িত্ব অবহেলাকারিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।