ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম

রাকসু গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন

  • আপডেট: Thursday, April 17, 2025 - 1:11 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে।

এছাড়া রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-২০২৬ এর জন্য ফাইন্যান্স বিভাগের প্রফেসর আমজাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠিত হয়েছে।

এই কমিশনের নির্বাচন কমিশনাররা হচ্ছেন প্রফেসর নিজাম উদ্দীন (সিন্ডিকেট সদস্য), প্রফেসর এফ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক), প্রফেসর এনামুল হক (পরিচালক, মানসিক স্বাস্থ্য কেন্দ্র), প্রফেসর মোহাম্মদ আব্দুল হান্নান (আইন বিভাগ), প্রফেসর আমিনুল হক (পরিসংখ্যান বিভাগ) ও প্রফেসর মোস্তফা কামাল আকন্দ (নৃবিজ্ঞান বিভাগ)।

গত মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম সভায় উপরোক্ত গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন করা হয়।