ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম

ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে : বিচারপতি

  • আপডেট: Thursday, April 17, 2025 - 12:36 am

স্টাফ রিপোর্টার : বিচারপতি মো: মনসুর আলম বলেছেন দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আইনজীবী ও বিচারকসহ সকল নাগরিককে একযোগে কাজ করতে হবে। কারো একার পক্ষে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব নয়।

বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: মনসুর আলমের রাজশাহী আগমন উপলক্ষে রাজশাহী আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।  তিনি বলেন আমাদের মনে রাখতে হবে মানুষকে কষ্ট দেয়া আমাদের কাম্য নয় তাই মামলা জট কমাতে কাজের গতি বাড়াতে হবে। আমরা দেশের সকল আদালতে দীর্ঘদিন বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছি ইনশআল্লাহ আমরা একটা ফলাফল দেখতে পাবো।

তিনি আরও বলেন আমাদের আদালত এবং বিচারকের সঙ্কট রয়েছে এ কথা সত্যি কিন্তু এই সঙ্কটের মধ্যেও আমাদের নজর রাখতে হবে যাতে সাধারণ মানুষ বিচার নিতে এসে হয়রানিতে না পড়ে। তিনি বলেন মানুষের শেষ ভরসাস্থল বিচারাঙ্গনকে পবিত্র রাখতে হবে। কোর্টকে কোন ভাবে কুলষিত করা যাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি রাজশাহীতে তার কর্মজীবনের স্মৃতি নিয়েও কথা বলেন।

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এ অনষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস, মহানগর দায়রা জজ আল আসাদ মোঃ আসিফুজ্জামান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম,

বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী, আইনজীবী মাইনুল আহসান পান্না, পারভেজ তৌফিক জাহেদী, পিপি রইসুল ইসলাম, মহানগর পিপি আলী আশরাফ মাসুম প্রমুখ আইনজীবী। সংবর্ধনার

শুরুতে বিচারপতিকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।