সকাল থেকে বসে ছিলেন স্টেশনে, ট্রেন আসতেই নিচে ঝাঁপ দিলেন বৃদ্ধ

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সকাল থেকে স্টেশনে বসে ছিলেন রুহুল আমিন নামে এক বৃদ্ধ। বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেন আসতেই নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আড়ানী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। রুহুল আমিন (৬০) বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিল রুহুল আমিন। বিশেষ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বিলম্ব ছিল। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশন মাস্টারের ট্রেন আসছে ঘোষণা শুনে তিনি পূর্বপ্রান্তে অবস্থান করছিলেন।
ট্রেনের ইঞ্জিন প্লাটফর্মে পৌঁছার সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপ দেন। দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এ বিষয়ে আড়ানী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, আড়ানী স্টেশনে এ ধরনের একটি ঘটনা ঘটেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তবে ট্রেনে দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা আত্মহত্যার বিষয়গুলো বাংলাদেশ রেলওয়ে পুলিশ দেখভাল করে থাবেন।