পোরশায় নিরীহ কৃষকের ১১ বিঘা জমির ধানের সর্বনাশ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিরীহ এক কৃষকের প্রায় ১১ বিঘা জমির বোরো ধান কীটনাশক দিয়ে করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার মশিদপুর ইউনিয়নের বিশইলে দুর্র্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। জমির মালিক বিশইল গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে রেজাউল করিম জানান, বিশইল মৌজায় তার ৩. ৫০ একর ধানী জমি রয়েছে। প্রতি বছরের মত এবারও তিনি ওই জমিতে বোরো ধান রোপণ করেছিলেন। কিন্তু দুর্বৃত্তরা তার রোপণকৃত ধানে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে। এতে তার ৪ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, এ বিষয়ে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে জানান।