ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ১১:০৪ পূর্বাহ্ন

পহেলা বৈশাখে এসিআই মটরস-এর নতুন মডেলের সোনালীকা ট্র্যাক্টরের উদ্বোধন

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 12:12 am

প্রেস বিজ্ঞপ্তি: দেশের কৃষিখাতে প্রযুক্তিনির্ভর সমাধান নিশ্চিত করতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল এসিআই মটরস। সম্প্রতি প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে সোনালীকা ট্র্যাক্টরের দুটি নতুন মডেল, ঝড়হধষরশধ ৩৫জঢ এবং ঝড়হধষরশধ অষষ জড়ঁহফবৎ ঝঝ-৫৫ (১২ঋ+৩জ)।

আধুনিক ফিচার সমৃদ্ধ এই ট্র্যাক্টর দুটি উদ্বোধন করা হয় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে। দেশব্যাপী এক  যোগে ১৫ টি স্থানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে মানিকগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয় প্রধান উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধিত নতুন ঝড়হধষরশধ ৩৫জঢ মডেলে রয়েছে পাওয়ার স্টিয়ারিং সুবিধা, যা ট্র্যাক্টরের নিয়ন্ত্রণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলেছে। এই ট্র্যাক্টরটি কৃষি পণ্য পরিবহনের পাশাপাশি চাষের কাজেও ব্যবহার করা যায়। অন্যদিকে, ঝড়হধষরশধ অষষ জড়ঁহফবৎ ঝঝ-৫৫, মডেলে যুক্ত করা হয়েছে হাই-লো-মিডিয়াম গিয়ার ব্যবস্থা এবং টার্বোচার্জড ইঞ্জিন, যা উঁচু-নিচু জমিতে কাজ করা এবং ভারী লোড বহনে বাড়তি সুবিধা নিশ্চিত করবে।

 সকল প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসিআই মটরস-এর সম্মানিত গ্রাহক, কৃষক, ডিলার ও শুভানুধ্যায়ীরা। আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেল দুটির ফিচার ও উপযোগিতা সরাসরি প্রদর্শন করা হয়, যাতে আগত অতিথিরা হাতে-কলমে ট্র্যাক্টরগুলোর সক্ষমতা বুঝে নিতে পারেন। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে ছিল বিভিন্ন রকমের আয়োজন, যা সবাই উৎসবমুখোর পরিবেশে উপভোগ করেন।